বাকৃবিতে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এই মাহফিলের আয়োজন করা হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। তিনি তার বক্তব্যে বলেন “সারাদিন রোজা রেখে পবিত্র রমজান মাসের ইফতার মাহফিলে আমরা সমবেত হয়েছি। আমি এই বিশ্ববিদ্যালয়ে ৪০ বছর কাটিয়েছি, বিপদে আপদে সবাই একসাথে থেকেছি। আজকের দিনে সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করেতে পেরে আমার খুব ভালো লাগেছে। আমি আগে শিক্ষকদের কাতারে ছিলাম সময়ের সাথে সাথে উপাচার্যের চেয়ারে দ্বায়িত্ব পালন করেছি এবছর দ্বয়িত্ব শেষ আমার। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মকর্তা। ইফতারের পূর্বে বাকৃবির বাইতুল আমান মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর