ঘাটাইলে বজ্রপাতে গৃহবধু নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে সংগ্রামপুর ইউনিয়নে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম আঁখি আক্তার (৩০)। তার স্বামীর নাম আবদুল হামিদ।

সোমবার বিকালে চারটায় দিকে গাভীর দুধ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায় সোমবার বিকালে গৃহবধূ আঁখি আক্তার নিজ বাড়ী থেকে গরুর দুধ সংগ্রহের জন্য পার্শ্ববর্তী বাড়ীতে গিয়েছিলেন। দুধ নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তাদের ঘরে ১টি সন্তান রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর