যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বসবাসকারী মুসলিমদের জন্য ২৫ হাজার কোরবানির পশুর মাংস পাঠাচ্ছে সৌদি আরব।কোরবানি ও হজের সময় জবাই করা পশু থেকে ফিলিস্তিনিদের এ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
রোববার ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যম আল ওয়াতান ভয়েজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ১৩ ট্রাক সমপরিমাণ এসব মাংস রমজান মাসেই গাজায় পাঠানো হবে।এ বিষয়ে বান্দার হিজার নামের সৌদি সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার কয়েক হাজার দরিদ্র পরিবারের মাঝে এই মাংস বণ্টন করা হবে। প্রতিটি পরিবারের জন্য ১০ কিলোগ্রামের একটি বিশেষ প্যাকেট বরাদ্দ করা হয়েছে।
গাজার ধর্ম মন্ত্রণালয়কে এ মাংস বিতরণের দায়িত্ব দেয়া হয়েছে।আল ওয়াতান জানিয়েছে, ইতিমধ্যে সৌদি সরকার মাংস পাঠানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং গাজা পর্যন্ত পৌঁছাতে মাংসগুলো যেন নষ্ট না হয়, সে ব্যবস্থাও করা হয়েছে।