ইজিবাইক উল্টে হাসপাতালে ৪ এইচ,এস,সি পরীক্ষার্থী

সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইক (থ্রি হুইলার) উল্টে রাস্তার পাড়ে পড়ে গেলে চার এইচ,এস,সি পরীক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গতকাল রবিবার সকাল পৌনে ১০ টার দিকে ইছাপুরা বন্ধন তরুণ সংঘ সংলগ্ন কবরস্থান মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কামরুল (১৮) এর বাম পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন রত্না (১৮), রিজি (১৯) ও জান্নাত (১৮) কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিজি’র কপাল ফেটে যাওয়ায় সেলাই দেওয়া হয়েছে। তারা তিনজন পরীক্ষা দিতে পারছেন।

তারা সকলে মালখানগর ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্র ইছাপুরা বিকেবি সরকারি কলেজে হওয়ায়, পরীক্ষা দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইছাপুরা-মালখানগর সড়কের মোস্তফাগঞ্জ মাদরাসা থেকে কেবি কলেজ মাঝামাঝি মসজিদ কবরস্থান সংলগন্ এ মোড়টা অনেক সমস্যা। যারা এ রাস্তাটির কাজ করেছে ভুল করেছে। ডানে টার্নিং কিন্তু রাস্তাটি বামে ঢালু থাকায় মাঝে মাঝে এমন দূর্ঘটনা ঘটছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, রোগী আশার সাথে সাথে চিকিৎসা দেওয়া হয়েছে। পা ভাঙ্গায় ব্যান্ডেজ ও সেলাইন লাগিয়ে কামরুলকে এম্বুলেন্স করে পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি। মেয়ে ৩জনকে প্রাথমিক চিকিৎিসা দিয়েছি। তারা পরীক্ষা দিতে পারছে। সরকারি বিকেবি কলেজ অধ্যক্ষ শামছুল হক হাওলাদার জানান,মেয়ে ৩ জন পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু ছেলেটির আজ শেষ পরীক্ষা ছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর