শেরপুরে বিশ্ব মা দিবসে আলোচনা সভা

শেরপুরে বিশ্ব মা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে) সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় তিনি মা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মা দিবসের মূল উদ্দেশ্য মাকে যথাযথ সম্মান ও ভালোবাসা দেয়া। যদিও মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশে নির্দিষ্ট কোনো দিন নেই। তাই প্রতিটি দিন হোক মা দিবস।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক। আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণসহ জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী, বিভিন্ন এনজিও’র সভাপতি, সভানেত্রী ও সদস্যবৃন্দসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর