আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জাবি প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জেইউপিসি)-এর বিদায় সংবর্ধনা ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জেইউপিসির ২০১৭-১৮ সেশনের সভাপতি দীপঙ্কর দাস ও সাধারণ সম্পাদক আবু তাহের নবগঠিত কমিটির সভাপতি মো. মুসা ও সাধারণ সম্পাদক রাইয়ান বিন আমিনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ‘সাংবাদিকদের অধিকার রক্ষার্থে সবাইকে একতাবদ্ধ থাকা উচিৎ। সবাই মিলে এক হয়ে সমাজের জন্য কাজ করলে পেশাগত সুবিধার পাশাপশি ব্যক্তি নিরাপত্তাও বজায় থাকবে।’

আরেক বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রসায়ন ববিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর বলেন, ‘সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরে সমাজকে সংশোধনের সুযোগ করে দিবেন। সমাজ সংস্কারে সাংবাদিকদের অনেক বড় ভুমিকা থাকা দরকার।’ এ সময় তিনি সংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেবিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

অন্য বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধাপক ড. নূরুল আলম তাঁর বক্তব্যে সংবাদ কর্মীদের জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেইউপিসির উপদেষ্টা কে এম আক্কাস আলী, বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর আ.স. ম. ফিরোজ উল হাসান, অধ্যাপক ড. আলমগীর কবির, অধ্যাপক ড. আলী আজম তালুকদার, সহযোগী অধ্যাপক আদনান ফাহাদ, সহযোগী অধ্যাপক ড. তাজউদ্দিন শিকদার, জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, ছাত্রফ্রন্ট জাবি সংসদের সভাপতি সুষ্মিতা মরিয়ম, জাহাঙ্গীরনগর সংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জেইউপিসির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসাবে মোঃ মূসা (দৈনিক যায়যায় দিন), সম্পাদক রাইয়ান বিন আমিন (ঢাকা টাইমস) নির্বাচিত হন। এছাড়াও সহ- সভাপতি মোঃ আবু সায়েম (পাবলিক নিউজ বিডি), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রায়হান চৌধুরী (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক অরিত্র চন্দ্র দাস ( বিডি টাইমস), কোষাধ্যক্ষ সাগর কর্মকার (বাংলা পেইজ), দপ্তর সম্পাদক হাসান তানভীর (এডুকেশন টাইম বিডি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাকসুদ জুবায়ের ( বিডি সমাচারের), কার্যকরী সদস্য পদে মুহাম্মদ খলিলুর রহমান (দেশ সংবাদ), আবদুল্লাহ আল মাহমুদ ইমন (লাস্ট নিউজ বিডি) এবং মোঃ নুর হাছান নাঈম (ইউরো বিডি নিউজ) নির্বাচিত হন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর