সেই আক্কাসকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় শাস্তি পাচ্ছেন ৫ শিক্ষার্থী

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান আক্কাস আলীকে নিয়ে গঠিত তদন্ত কমিটির তদন্তকালে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ৫ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।ওই পাঁচ শিক্ষার্থী হলেন- সিএসই বিভাগের মোঃ মেহেদী হাসান, বিষ্ণু চন্দ্র সরকার, মোঃ মেজবাউল হাসান, মোঃ রাশেদুজ্জামান শিকদার, সুকান্ত কুমার ঘোষ।

তাদের বিরুদ্ধে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না- এর কারণের উত্তর চেয়েছেন প্রশাসন এবং তা পত্র জারির তারিখ থেকে ৫ কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর জমা দিতে বলা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর