তানিয়ার পরিবাবের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ছাত্রদল নেতার

কিশোরগঞ্জে চলন্তবাসে গণধর্ষণের পর নার্স তানিয়ার হত্যার ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও তানিয়ার পরিবাবের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্রদল নেতা আলভী হাসান। সে ঢাকা মহানগর ছাত্রদলের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক। বৃহস্পতি দুপুরে তার নিজ গ্রামে পাকুন্দিয়া উপজেলার পু্লেরঘাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি করেন।

তিনি বলেন, এজাহারভুক্ত ৪ আসামির মধ্যে এখনও ২ আসামী পলাতক রয়েছে। সেই এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করে মামলাটি দ্রুত বিচার আইনে নিয়ে দ্রুত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জোর দাবি জানাই।

তিনি আরও বলেন, আজকের একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠায় “ময়নাতদন্তে ধর্ষণের আলামত,পাঁচ আসামি রিমান্ডে” শীর্কষ শিরোনামে দেখলাম একজন পুলিশ সদস্য এই চাঞ্চল্যকর হত্যাকান্ডকে প্রভাবিত করে তার পরিবারকে চাপ দিয়ে এটি আত্মহত্যা বলে চালাতে চাইছিলো। আমি প্রশাসনের কাছে তানিয়ার পরিবারে নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর