কলাপাড়ায় ম্যাক্স নিউট্রিওয়াশ প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকাল ১১ টায় উপকূলীয় এলাকায় পানি ও মলবাহিত রোগের প্রকোপ কমিয়ে এনে শিশু স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ম্যাক্স নিউট্টিওয়াস প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।

উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে ম্যাক্স ফাউন্ডেশন নেদারল্যান্ড এর অর্থায়নে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রাথকি শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তাছলিমা খানম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ প্রমুখ। সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কর্মপরিকল্পনা তুলে ধরেন নিউট্রিওয়াশ প্রকল্পের সমন্বয়কারী সৈয়দা তানভীর রহমান ও প্রকল্প ম্যানেজার এ এম ওহিদুজ্জামান।

এসময় বিভিন্ন এনজিওকর্মী ও কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর