৪৭০ জন কৃষকের মাঝে প্রায় ১২ কোটি টাকার চেক বিতরণ!

মিল্কভিটা কতৃক বাস্তবায়নাধীন বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় গবাদী পশুর জাত উন্নয়ন ও দুগ্ধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার শহরের বদরপুরে আফসানা মঞ্জিলে এ চেক বিতরন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসন রোকসানা রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মিল্কভিটার প্রকল্প পরিচালক মো. আব্দুল করিম প্রমুখ।

অনুষ্ঠানে গাভী কেনা ও রক্ষণাবেক্ষণের জন্য ফরিদপুর জেলার সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ইউনিয়নের ৪৭০ জন কৃষকের মাঝে প্রায় ১২ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর