কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদে অব্যাহত রয়েছে নানা কর্মসূচি। আজ সকালে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল গেটের সামনে জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে। একই সময় শহরের কালিবাড়ি সড়কে মানববন্ধন করে জেলা মহিলা পরিষদ। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষও।
এছাড়া, মানববন্ধন হয়েছে জেলার ভৈরব উপজেলাতেও। এসময় তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নিন্দা জানান বক্তারা। দাবি জানানো হয়, ন্যাক্কারজনক এ ঘটনা জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের।