দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা

নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী টাইগাররা। অধিনায়কের লক্ষ্য আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালের পথে এগিয়ে যাওয়া।

আর আগের ম্যাচে ব্যাটে-বলে দারুণ খেলা সাকিব আল হাসান পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান। ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায়।

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে হার দিয়ে শুরু। ছিলো শঙ্কা। তবে কন্ডিশনের চ্যালেঞ্জের সঙ্গে বাংলাদেশ জয় করেছে ওয়েস্ট ইন্ডিজ বাধা। গেলো দুটি দ্বিপাক্ষিক সিরিজের ধারাবাহিকতায় ডাবলিনে ব্যাটে-বলে আরো দাপটে দেখিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে এসেছে জয়।

বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর টনিক হিসেবে কাজ করতে পারে ত্রিদেশীয় সিরিজ। শুরুটা যেভাবে হলো তাতে এখন আশা দেখাই যায়। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং কোনো বিভাগেই নেই অভিযোগ করার কিছু। যাতে টাইগার অধিনায়কও তৃপ্ত। এখন লক্ষ্য একটাই জয়ের ধারাবাহিকতায় ফাইনালের পথে এগিয়ে যাওয়া।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, এখনো সবার সুযোগ আছে। আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে ফাইনালে পৌঁছনোর জন্য। আমরা এখন সামনের দিকে তাকিয়ে আছি।’

প্রশ্ন একটাই, সেটা মোস্তাফিজের বোলিং নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে গেলো ফেব্রুয়ারিতে এক ওয়ানডেতে দিয়েছিলেন ৯৩ রান। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৮৪। যদিও মোস্তাফিজের ফর্ম নিয়ে ভাবছেন না অধিনায়ক।তবে সবচাইতে স্বস্তির খবর সাকিবের স্বরুপে ফেরা। প্রস্তুতি ম্যাচে সবাই ব্যর্থ হলেও, ব্যতিক্রম ছিলেন সাকিব। প্রায় পাঁচমাস পর জাতীয় দলের জার্সিতে তার ফেরাটা হয়েছে দুর্দান্ত।

এদিকে সাকিব আল হাসান জানান, ব্যক্তিগত নৈপূণ্যের চেয়ে দলগত পারফরম্যান্সের গুরুত্ব বেশি।বৃষ্টির কারণে ম্যাচের আগে বাংলাদেশ – আয়ারল্যান্ড কোনো দলই অনুশীলন করেনি। বোলিং নিয়ে কিছুটা ভাবনা থাকায়, বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। দু-একটি পরিবর্তন আসতে পারে স্বাগতিক শিবিরেও। ৯ বছর বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ না জেতা আয়ারল্যান্ড মরিয়া। যে কোনো মূল্যেই চাইবে সিরিজে ফিরতে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর