রাস্তায় পড়ে থাকা দেশি বোমা চিবিয়ে বিস্ফোরণে মারা গেল পথের কুকুর। অন্ধ্র প্রদেশের নেলোর শহরের কাছে উদয়গিরির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে ফরেন্সিক বিশেষজ্ঞ দল।
বুধবার পুলিশ জানিয়েছে, ‘এদিন দুপুরে উদয়গিরি অঞ্চলে রাস্তায় একটি দেশি বোমা পড়ে ছাকতে দেখে এগিয়ে যায় কুকুরটি। খাদ্যবস্তু ভেবে তা মুখে তুলে নিয়ে কামড় বসালে তার মুখের ভিতরেই ফাটে বোমাটি। ঘটনাস্থলেই মারা যায় কুকুরটি।’
এই ঘটনার জেরে একটি মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। তদন্তে নেমেছে রাজ্য পুলিশ।