ধামরাই থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঊদ-উল-ফিতর কে সামনে রেখে ধামরাই থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ মে) থানা চত্তরে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঢাকা জেলা পুলিশ সুপার মতবিনিময় করেন।

বুধবার বিকেলে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম। এসময় তিনি আইনগত বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, সাংবাদিক আবু হাসান প্রমুখসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য, উপস্থিত সকলের আলোচনায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ধামরাইয়ে মাদক ও বিভিন্ন রকম অপরাধের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়ে নানামুখী পদক্ষেপের কথা উঠে আসে।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আরো বক্তব্য রাখেন সমাজ ও জাতি গঠন (সজাগ) এর নির্বাহী পরিচালক মো: আব্দুল মতিন, ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: সাইদুর রহমান, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর