যশোর শার্শায় অস্ত্র ও ইয়াবাসহ আটক-২

যশোর শার্শায় পৃথক পৃথক অভিযানে একটি ওয়ান শুটার গান,এক রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবাসহ দুইজন আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।(মঙ্গলবার ৭ই মে)রাতে শার্শার নাভারন কাজির বেড় ও নাভারন হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন,শার্শা থানাধীন যাদবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজমুল হোসেন শামীম(৩২)ও শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে সোহানুর রহমান সোহান(৩০।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দুইটি পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় শামীমের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং অপর আসামি সোহানকে তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।শার্শা থানার এসআই বাবুল আক্তার (সেকেন্ড অফিসার)বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর