শেরপুর জেলা পুলিশের আয়োজনে হামদ, না’ত, ক্বিরাত প্রতিযোগীতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলা পুলিশের আয়োজনে ৮ মে বুধবার ২য় রমজান শেরপুর পুলিশ লাইন্স মাঠে হামদ, না’ত, ক্বিরাত প্রতিযোগীতা, দোআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বিকেল ৫টায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে হামদ, না’ত, ক্বিরাত প্রতিযোগীতা অনুষ্ঠান শেষে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম এর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, বিপিএম। এছাড়াও প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব,স্থানীয় সরকার উপপরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আখতারুজ্জামান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এড. চন্দন কুমার পাল, পিপি, সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি মো: আসাদুজ্জামান রওশন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারন সম্পাদক এড. তারিকুল ইসলাম ভাসানী, পৌর প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি), জেলা পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেএন্ডএস গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী সহ শহরের বিশিষ্ট ব্যবসায়ীগণ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর