মিষ্টির হাঁড়িতে বিড়াল ছানা, জরিমানা ৩০ হাজার!

সিলেটের ওসমানীনগরে মিষ্টির হাঁড়িতে বিড়াল ছানা পড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে একটি মিষ্টির দোকান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে মালঞ্চ মিষ্টি ঘরকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

অভিযানে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার এসআই সুজিত কুমার চক্রকর্তী। তিনি বলেন, বিড়াল ছানা মিষ্টির গরম হাড়িতে পরে যাওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ ও পুরাতন তেল ব্যবহারের কারণে মালঞ্চ মিষ্টি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানটির বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর