পাবনায় বিড়ি শিল্প রক্ষায় ৬ দফা দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

বিড়ি শিল্প রক্ষা করতে ৬ দফা দাবীতে পাবনায় শ্রমিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় আব্দুল হামিদ সড়ক পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করে বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্বারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বিভিন্ন উপজেলা থেকে আসা বিড়ি শিল্প মালিক শ্রমিক বক্তব্যে প্রধানমন্ত্রী’র নিকট ৬ দফা দাবী সম্বলিত বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, ২৫ লক্ষাধিক বিড়ি শ্রমিকদের জীবন জীবিকার অধিকার নিশ্চিত করতে হবে , বিড়ি শ্রমিকদের বাজার দরের সাথে সংগতি রেখে বাঁচার মত মুজুরী প্রদান করতে হবে , বিড়ি উপর বিদ্যমান সকল শুল্ক প্রত্যাহার করতে হবে , বাজেট ঘোষণার পূর্বে বিড়ি শ্রমিকদের অধিকার প্রতিষ্টা ও শিল্প রক্ষায় শ্রমিক, মালিক ও সরকারে প্রতিনিধি নিয়ে একটি বিশেষ কমিশন গঠন করতে হবে, দেশীয় বিড়ি শিল্প রক্ষার জন্য জাতীয় সংসদে দাবী উপস্থাপন করে আইন তৈরি করতে হবে, কোন সরকারী আমলা বিদেশী বহুজাতিক বৃটিশ আমেরিকা ট্যোব্যাকো কোম্পানীর পরিচালক থাকতে পারবে না বলে দাবী জানান বক্তারা।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন, সাধারণ সম্পাদক শামীম ইসলাম, মানববন্ধন শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।এসময় প্রধানমন্ত্রী বরাবর ৬ দফা দাবীতে জেলা প্রশাসক জসিম উদ্দিনের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর