সুবীর নন্দীর মৃত্যুতে বেরোবি ভাইস-চ্যান্সেলরের শোক

দেশের সংগীত জগতের কিংবদন্তি এবং একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

মঙ্গলবার ভোররাতে সংগীতশিল্পী সুবীর নন্দী মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, সুবীর নন্দী ছিলেন দেশের সংগীত জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য সংগীতশিল্পীকে হারালো। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। যুগে যুগে বাঙালি জাতি গুণী এই শিল্পীর অবদান স্মরণ করবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর