ঝিনাইদহে বিড়ির উপর কর প্রত্যাহার ও কুটির শিল্প ঘোষনার দাবিতে মানববন্ধন

বিড়ির উপর বৈষম্যমুলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার ও ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের আরাপপুরে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আব্দুল হাই’র বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করে বিড়ি ভোক্তা পক্ষ।

এসময় ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ অংশ নেয়। ঘন্টা ব্যাপী চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর ঝিনাইদহ অঞ্চলের সভাপতি বজলু শেখ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদস্য জাহাঙ্গীর হোসেন, রাজ্জাক হোসেন, জীবন দাস, সোহেল রানা, নওরোজ, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা, বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহার ও নতুন কর আরোপ বন্ধ করার দাবি জানান। এ দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে ৭ দফা দাবি সম্বলিত সংসদ সদস্য আব্দূল হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর