গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সেনবাগে মাদক ব্যবসায়ী হোসেনে আরা বেগম (৪৩) কে ৬০ পিস ইয়াবাসহ সেনবাগ থানা পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সেনবাগ থানার এস আই সৌরজিৎ বড়ুয়া, এ এস আই সমর বড়ুয়া, এ এস আই লোকেন মহাজনের নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যবসায়ী হোসেনে আরা বেগম (৪৩) কে ভাড়া করা বাড়ি থেকে ৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে সোমবার (৬মে) রাতে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইয়াবা ব্যবসায়ী হোসেনে আরা বেগম সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের খ্যাতিমান মাদক ব্যবসায়ী জামাল উদ্দিনের স্ত্রী।
সেনবাগ থানার এ এস আই কাউছার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা ব্যবসায়ী হোসেনে আরা বেগম কে মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।