কারাবন্দি খালেদাকে নিয়ে স্বস্তিতে নেই প্রধানমন্ত্রী

‘খালেদা জিয়া জেলখানায় আছেন -এটা তার স্বস্তি নয়, জেলখানায় খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ তিনি যতক্ষণ পর্যন্ত না শুনবেন ততক্ষণ পর্যন্ত তিনি বিচলিত। এটা তার পণ, অঙ্গিকার। আর এ জন্য তাকে একসঙ্গে সহযোগিতা করছে প্রশাসন ও আদালত।’- প্রধানমন্ত্রী শেখা হাসিনার সমালোচনা করে এমনভাবেই কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল এ মানববন্ধনের আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘খালেদা জিয়াকে সরকার ছাড়ার জন্য কারাগারে নেয়নি। সরকার তাকে শুধু কারাগারে রেখেই সন্তুষ্ট নয়, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কোনো কিছুতেই তৃপ্তি হয় না। সে তার অতৃপ্ত বাসনা নিয়েই রাজত্ব চালাবে, যতই পান ততই চান। মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা তাকে পুলকিত করে, আনন্দিত করে। মানুষের জন্য তিনি কিছু করে আনন্দ লাভ করতে পারেন না।’

দলের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি একটি রাজনৈতিক দল করেন, যে দলটি বারবার মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছে। তার বিপরীতে যে দলটি আছে তার চরিত্র কী, ভাষা কী, ইচ্ছে কী? রাজপথে থেকে এটা বুঝা দরকার। সেটা যদি বুঝতে না পারেন তাহলে যে দুর্গতিতে থাকার কথা সেটাই আসছে। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন হবে না, শেখ হাসিনাকে রেখে নির্বাচন হবে না, কোনোটাই কার্যকর করলেন না।’

তিনি আরও বলেন, ‘হাসিনাকেও রাখলেন, খালেদাও জেলে। খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচনে গেলেন, সেই নির্বাচনে কেউ থাকলো জেলে, কেউ হাসপাতালে, মাঠেও নামলেন না। দানবের সাথে যখন পারবেন না, তাহলে দানবের সাথে লড়াই করতে যান কেন। যে দানবের কাছে থেকে আপনার অধিকার আদায় করতে পারবেন না, সেই দানবকে রাষ্ট্র ক্ষমতায় রেখে মানবিকতা কায়েম করবেন, সেটা হতে পারে না।’

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং সদস্য এসকে সাদীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, নাজিম উদ্দীন মাস্টার, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম,আব্দুর রাজি প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর