রমজান উপলক্ষে ধামরাইয়ে ভেজাল বিরোধী অভিযান

পবিত্র রমজান মাসের প্রথম দিনে রাজধানীর অদূরে ধামরাইয়ে খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার ধামরাই পৌর এলাকার বিভিন্ন ফল, খাদ্যদ্রব্য, ও বাজারের অন্যান্য বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে পৌর এলাকার একটি ফলের দোকানে নোংরা পরিবেশের জন্য ৫ শত টাকা ও একটি মিষ্টির দোকানের প্যাকেট ওজনে বেশী থাকার অভিযোগে ১ হাজার টাকা জরিমানা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদার।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকের অভিযানটি পরিচালিত হয়েছে। এ অভিযান এবং বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রমজানের প্রথম দিন থেকেই এ ধরনের মনিটরিং এবং ভেজাল বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ ভোক্তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর