হাজেরা খাতুনের হার্টের ভাল্ব প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ছয় লাখ টাকা

বাতজ্বরজনিত জটিল হৃদরোগে আক্রান্ত অসহায় বিধবা হাজেরা খাতুনের (৪৫) হার্টের দুটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। হাজেরা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পূর্বঝিনিয়া গ্রামের মৃত এন্তাজলের স্ত্রী। ২০০৭ সালে হাজেরার স্বামী মারা যান। একমাত্র ছেলে আব্দুল হালিম মানসিক প্রতিবন্ধী।

তাঁর পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। থাকার সামান্য ভিটেমাটি ছাড়া কোন কৃষিজমিও নেই। আর্থিক অনটনে বিপর্যস্ত হাজেরার চিকিৎসা এখন প্রায় বন্ধ হয়ে গেছে। ইতিপূর্বে আত্মীয়-স্বজনের সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর (হাজেরা) হার্টের দুটি ভাল্ব প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন ছয় লাখ টাকা। কিন্তু এই অসহায় বিধবা নারীর পক্ষে উক্ত টাকা সংগ্রহ করা কোনভাবেই সম্ভব নয়। তাই তাঁর (হাজেরা) বড় ভাই মো. আব্দুল মান্নান সমাজের সহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। অন্যথায় অর্থাভাবে বিনা চিকিৎসায় হাজেরার জীবনপ্রদীপ নিভে যাবে।

হাজেরাকে সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আব্দুল মান্নান, হিসাব নম্বর: ২০৫০১৮৮০২০০৫১৭৯০৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শেরপুর শাখা, জেলা: শেরপুর। ডাচবাংলা ব্যাংক হিসাব নম্বর: ০১৮৩৫৯৮৫৪৯৬৫। মোবাইল নম্বর: ০১৯২১৯০১৯৩০।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর