শেরপুরে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজ এ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন গত সোমবার (০৫মে) সকাল থেকে দিনব্যাপি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.লিয়াকত আলী সেখের সভাপতিত্বে পরিষদের সভা কক্ষে এই ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, গাইবান্ধা সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. শামিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম।

এছাড়া অন্যদের মধ্যে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, প্রাণি সম্পদ দফতরের ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান। ন্যাশনাল একাডেমী ফর অটিজম এ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ওই ওরিয়েন্টেশন ওয়ার্কসপের আয়োজন করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর