শেরপুরের ঝিনাইগাতীর বহুল আলোচিত বালুদস্যু ছামিউল ফকিরের শাস্তির দাবিতে মানব বন্ধন করেছেন সামাজিক বনের উপকারভোগীরা। ৬ মে সোমবার দুপুরে উপজেলার সন্ধ্যাকুড়ায় এ মানব বন্ধন পালন করা হয়। ছামিউল ফকির উপজেলা সদরের রামেরকুড়া মহল্লার মৃত আফছার আলী ফকিরের ছেলে।
এ মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সামাজিক বনের উপকারভোগী কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা, ইউপি সদস্য মোঃ শাহজাহান, আরমান ভূইয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ, কলিম উদ্দিন, শাহিনুর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ছামিউল ফকির মহারশি নদীর পাড় কেটে পরিবেশের ভারসাম্যের ক্ষতি সাধন করে দীর্ঘ ১৪ বছর যাবত অবৈধভাবে বালু লুটপাত করে আসছেন। শুধু তাই নয় গোমড়া মৌজার সামাজিক বনের প্রায় ১০ একর জমির বাগান ধ্বংস করে বালু উত্তোলন করেন। বক্তাদের দাবি এ বিষয়ে ছামিউল ফকিরের নামে বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে বালু দস্যু ছামিউল ফকির ও তার লোকজন বন কর্মকর্তা কর্মচারীসহ সামাজিক বনের অংশীদারদের নানা ভাবে ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে আসছেন। বক্তারা বালুদস্যু ছামিউল ফকিরের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ নদী, পরিবেশ ও দেশ বাঁচানোর উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।