সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৮৭ ভাগ

রাজধানীর অদূরে সাভার উপজেলায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০১৯ সালের এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৮৭ ভাগ। এরমধ্যে ১৭ জন জিপিএ ৫ পেয়েছে। এবার মোট ৩৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করে তাদের মধ্যে ৩০০ জন র্শিক্ষার্থী সাফল্যের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

সোমবার (৬ মে) সকালে একত্রে সকল শিক্ষাবোর্ড এর ফলাফল ঘোষনা করা হয়। ঢাকা শিক্ষাবোর্ডের আওতায় শতকরা ৮২ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এব্যাপারে সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামান বলেন, প্রতিটি শিক্ষার্থীদের ভালো পড়ালেখা করানো হয়েছে; কিন্তু কিছু শিক্ষার্থী ছিলো যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ায় তাদেরকেও বোর্ড পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি দেওয়া হয়।

তিনি গণমাধ্যমের কাছে আরও জানান, আমাদের প্রতিষ্ঠানের বিগত দিনের বোর্ড পরীক্ষায় শত ভাগ পাশের রেকর্ড রয়েছে। তবে এবারের ফলাফলে তিনি সন্তষ্ট হতে পারেনি বলেও জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর