১২ বছর পর মায়ের কোলে ফিরল নাঈম

যশোরে এক যুগ পর বাবা মায়ের কাছে ফিরল বাকপ্রতিবন্ধী শিশু নাঈম। দীর্ঘদিন পর ছেলেকে পেয়ে খুশি বাবা মা। রোববার (৫ মে) দুপুরে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে উমর আলী বিশ্বাস ও আছিয়া বেগম দম্পতির কাছে শিশু নাঈমকে হস্তান্তর করেন।

২০০৬ সালের ৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হারিয়ে যায় বাকপ্রতিবন্ধী শিশু নাঈম। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

থানা পুলিশ ও আদালত হয়ে ২০০৭ সালের ১৪ মে শিশু নাঈমের ঠিকানা হয় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র। সম্প্রতি একজন আনসার সদস্য ওই কেন্দ্রে যোগদান করেন। শিশু নাঈমকে চিনতে পারেন তিনি। খবর পেয়ে নাঈমের বাবা-মা কিশোর উন্নয়ন কেন্দ্রে আসেন। তথ্য প্রমাণের ভিত্তিতে সকল আইনি প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ শিশু নাঈমকে তার বাবা-মার কাছে হস্তান্তর করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর