কঠিন লক্ষ্য কঠিনই রইল। জিততে হলে করতে হতো ৩০৮ রান।এবারের বিশ্বকাপে এমন লক্ষ্য নিয়মিতই তাড়া করতে হবে দলগুলোকে। দেশ ছাড়ার আগে মুশফিকুর রহিমও বলেছেন, সাড়ে তিন শ রান তাড়া করার অনুশীলন করছে দল।
অনুশীলনের ফল অন্তত প্রস্তুতি ম্যাচে মিলল না। আয়ারল্যান্ড উলভস বা ‘এ’ দলের বিপক্ষেই ২১৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। সফরের প্রথম ম্যাচের ঢাল দিয়েও আয়ারল্যান্ডের দ্বিতীয় দলের কাছে ৮৮ রানের পরাজয় মেনে নেওয়া কঠিন।