নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বরণ ও বিদায় অনুষ্ঠান হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আবুল কালাম আজাদ নবনির্বাচিত চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান, সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম সুলতানা, সহকারী কমিশনার ভুমি ডাঃ রক্তিম চৌধুরী, সেনবাগ থানার ওসি মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার কানন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সভাপতি এম দলিলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক বাহার উল্যা প্রমুখ।