মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরাম হোসেন টিপুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টিপু পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, একরাম হোসেন টিপু তিন থেকে সাড়ে তিন মাস আগে কুমারপুর গ্রামের খোকন নামে এক ব্যক্তির টর্চ লাইটের ভিতরে কৌশলে ইয়াবা ঢুকিয়ে দেয়। পরে নিজের পরিচয় গোপন রেখে মোবাইল ফোনে পুলিশকে খবর দিলে পুলিশ খোকনকে গ্রেফতার করে।

এ মামলায় খোকন কিছুদিন হাজতবাস করেন। পরে খোকন জামিনে বের হয়ে বিষয়টি সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। পুলিশের তদন্তে খোকনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় একরাম হোসেন টিপুর নাম বেরিয়ে আসে।শনিবার রাতে পাকুন্দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর টিপু পুলিশের কাছে খোকনকে মাদক দিয়ে ফাঁসানোর বিষয়টি স্বীকার করেছে বলে ওসি জানান। একরাম হোসেন টিপু পারিবারিক ও দলীয় প্রভাবে পাকুন্দিয়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর