জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত,সুনামি’র সতর্কতা জারি

জাপানে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার সকালে দেশটির হোকাইদোর দ্বীপে আঘাত হানে এ ভূমিকম্প। তবে এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, হোকাইদোর উত্তরাঞ্চলীয় দ্বীপে উৎপত্তি হওয়া এ ভূমিকম্প রোববার সকালে আঘাত হানে। এর কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র ভূমিকম্পটির পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর