নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমিনা বিবি নামে (৭০) এক বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সে স্থানীয় কালাপাহাড়িয়া ইউপি’র উলুকান্দী পূর্বপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। বৃদ্ধার কান, নাক, গলা ও হাতে থাকা বেশ কিছু স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। নিহত ওই নারী তার বাবার বাড়িতে বসবাস করতেন।
রোববার সকালে খবর পেয়ে স্থানীয় কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার রাতের যেকোন সময় কে বা কারা তাকে নিমর্মভাবে হত্যা করেছে তা কেউ জানাতে পারেনি। এদিকে নিহতের একমাত্র মেয়ে আয়না বিবি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
খবর পেয়ে জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল-সি) আফসারউদ্দিন খান, আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ও ওসি তদন্ত শফিকুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন।
নিহতের মেয়ে আয়না বিবি জানান, মা আমিনা বিবি তার বাবার বাড়ি উলুকান্দীতে একাই বসবাস করতেন। রাত ৩টার দিকে কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তার কান, নাক, গলা ও হাতে থাকা বেশ কিছু স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। আমি খুনীদের দ্রুত গ্রেপ্তারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এদিকে কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃঞ্চ কর্মকার জানান, উলুকান্দী এলাকায় চকের মধ্যে একটি বাড়িতে একাই বসবাস করতেন ওই বৃদ্ধা। মাঝে মধ্যে বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই বাড়িতে আসা-যাওয়া করতো। তিনি আরও জানান, শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে প্রথমে শ্বাসরোধে হত্যা করে। মরদেহটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার দুইপা লাল কাপড় দিয়ে বাঁধা ছিল।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, নিহতের মেয়ে বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘাতকদের শনাক্ত করার সর্বাত্মক চেষ্টা চলছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, আলামত নষ্ট করার উদ্দেশ্যে হয়তো মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে ।