লন্ডনে প্রধানমন্ত্রী চোখের অস্ত্রোপচার সম্পন্ন

লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার (৪ মে) তার চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক রবিবার (৫ মে) দুপুরে জানান, প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনও কর্মসূচিতে অংশ নেবেন কিনা জানতে চাইলে সৈয়দ ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।’

এদিকে, যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা রবিবার লন্ডন সময় দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে বুকিং দেওয়া সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর