ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আজকের শেয়ারবাজার

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৫ টি কোম্পানির ১৫ কোটি ৬৬ লক্ষ ১ হাজার ৭৫৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৩৫ কোটি ৯৫ লক্ষ ৯৩ হাজার ৩৭২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (উঝঊঢ) আগের কার্যদিবসের চেয়ে ১০৮.১৫ পয়েন্ট বেড়ে ৫৩৯৪.৯০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩১.০৮ পয়েন্ট বেড়ে ১৯০১.৬৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (উঝঊঝ) ১৫.৬৪ পয়েন্ট বেড়ে ১২৪০.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯২ টির, কমেছে ৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- বিএসসি, ন্যাশনাল টিউবস, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, বিএসসিসিএল, ন্যাশনাল পলিমার, জেনেক্স ইনফোসিস লিঃ, অ্যাক্টিভ ফাইন ও ইস্কয়ার নিট কম্পোজিট। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফ্যামিলি টেক্স,
কাশেম ইন্ডাঃ, লিগেসী ফুটওয়্যার, অলিম্পিক এক্সেসরীজ, ইস্টার্ন ইন্সুঃ, জেনারেশন নেক্সট, এফএএস ফাইন্যান্স, জাহিন টেক্স,প্রভাতী ইন্সুঃ ও ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মি. ফা.।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- স্ট্যান্ডার্ড সিরামিকস, সমতা লেদার, বিআইএফসি, পূবালী ব্যাংক, বীচ্ধসঢ়; হেচারী, প্রগ্রেসিভ লাইফ, জেনেক্স ইনফোসিস লিঃ, সোনারগাঁও টেক্সটাইল, পপুলার লাইফ ১ মি. ফা. ও ভিএফএস থ্রেড।আজ ডিএসই’র বাজার মূলধন:- ৩৯৬০৮৪৬৯২২৬০৩.০০

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর