লালখান বাজারে পাহাড়ে বসবাসকারীদের সড়ক অবরোধ

চট্টগ্রাম লালখান বাজার মোড়ে সড়ক অবরোধ করে পানি বিদ্যুৎ সহ একাধিক সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঝুঁকিপূর্ণ অবস্থায় মতিঝর্ণা পাহাড়ের পাদদেশ সহ অন্যান্য এলাকার পাহাড়ে বসবাসকারী বাসিন্দারা।

রোববার (৫ মে) দুপুর দুইটার দিকে শহরের অতি ব্যস্ততম মোড়টি অবরোধ করলে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চারিদিকে যানজট সৃষ্টি হয়।খুলশী থানার ডিউটি অফিসার এসআই আলি বিন কাশেম বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান নেয়।

উল্লেখ্য, লালখান বাজার মতিঝর্ণা সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রতিবার বৃষ্টিতে পাহাড় ধসে ব্যাপক জান মালের ক্ষতি হয়ে থাকে। তাই এবার বিপর্যয় এড়াতে পূর্বপ্রস্তুতি স্বরূপ লালখান বাজারের মতিঝর্ণাসহ একাধিক পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। আর এরই জের ধরে পাহাড়ে বসবাসকারী বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর