অতীতে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, এখন যাওয়ার সিদ্ধান্তটা সঠিক হয়েছে। সংসদের ভেতরে বাইরে আন্দোলন চলবে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সস্তা স্লোগান দিলে হবে না, ঘরে-বাইরে দুই দিকেই সংগ্রাম করতে হবে। এসময় কারাগারে বেগম জিয়ার কিছু হলে তার সব দায়ভার সরকারকেই নিতে হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।