রোজায় প্রকাশ্যে খেলেই জেল-জরিমানা

রমজান মাসে প্রকাশ্যে খেলেই জেল-জরিমানার বিধান রেখে আইন পাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামীকাল সোমবার থেকে দেশটিতে শুরু হবে রোজা। রোজার পুরো মাসজুড়ে কেউ প্রকাশ্যে খাবার গ্রহণ ও পানি পান করলেই তাকে শাস্তি পেতে হবে।

নতুন আইন অনুযায়ী, রোজার সময় কোনও ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে।

শুধু মুসলিমরাই নন, অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও এই আইন কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস বলছে, রমজান মাস চলাকালীন সেখানে কোনও খাবারের দোকানও খোলা রাখা যাবে না। কাউকে খেতে উৎসাহ দিলে শাস্তিস্বরূপ এক মাসের জন্য সেই দোকান বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে রমজান মাসে কেউ ভিক্ষা করলে তাকে জেলে যেতে হবে বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর