পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ২৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবহাওয়া অনুকূলে আসায় সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। এসময় পাটুরিয়া ঘাটে অর্ধশত যাত্রীবাহী বাসসহ তিনশতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় থাকে। এতে চরম দুর্ভোগে পরে ঘাট পার হতে আসা যাত্রী ও চালকরা।

ঘাট কর্তৃপক্ষ জানান, এই নৌ রুটে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ থাকার পর আবহাওয়া অনুকূলে আসায় কে-টাইপের ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু করা হয়েছে। আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হলে বহরে থাকা সকল ফেরি সচল করা হবে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো.সালাউদ্দিন ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত জানান, আবহাওয়া অনুকূলে আসার পর শনিবার সন্ধ্যা ৭ টা থেকে বহরে থাকা ৬টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু করা হয়েছে। রবিবার সকাল থেকে বড় ফেরি চলবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর