পাবনায় কাফনের কাপড় পড়ে নদী খননের দাবিতে মানববন্ধন

পাবনার গণমানুষের নেতা আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবীদ, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল বলেছেন, আমরা পাবনার জনগণ যারা ইছামতি পাড়ে আছেন তারাও পাবনার সন্তান,সরকারি নীতিমালা অনুসরণ করে ইছামতি উদ্ধার করা হবে। এ মহৎ কাজে আমরা আছি, থাকবো। আমি আশা করি পাবনার সর্বস্তরের জনগণ এ কাজে সম্পৃক্ত হবেন।

মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের নদ-নদী উদ্ধার কাজে যে ভাবে আন্তরিক হয়েছেন, আমরা আশাবাদি পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী তার আগের রূপ ফিরে পাবে। জাতীর জনক শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কণ্যা দেশ নেত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী খুব শীঘ্রই ইছামতি নদী খনন কাজ শুরু হবে। ইতিমধ্যে জরিপ কাজ শেষ হয়েছে। খননকাজের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।ইছামতি নদী উদ্ধার আন্দোলনের আয়োজনে আজ শনিবার সকাল ১০ টায় শহরের খেয়াঘাট নতুন ব্রিজের উপর কাফনের কাপড় পড়ে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান এ কথা বলেন।

ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস.এম মাহবুব আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা সদস্য অধ্যক্ষ ( অবঃ) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস,পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক জেলা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, কৃৃৃষিবিদ জাফর সাদিক, বঙ্গবন্ধু পরিষদ সদর উপজেলা সভাপতি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ কে এম আবুল কালাম আজাদ, সহ-সভাপতি অধ্যক্ষ এনামূল হক টগর ,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, সাংগঠনিক সম্পাদক ড. মনছুর, প্রমূখ।এছাড়াও মানববন্ধনে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা, রাজনৈতিক সামাজিক, সাংস্কৃিতক ব্যাক্তিবর্গ প্রবল বৃষ্টির মধ্যে ভিজে মানববন্ধনে অংশ গ্রহণ করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর