রমজান উপলক্ষে শত শত বন্দিকে মুক্তি দিচ্ছেন দুবাই’র শাসক

পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন দেশের ৫৮৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম ঈসা আল হুমায়ূন বলেন, এসব বন্দিরা যাতে নতুন করে করে আবার তাদের পরিবারের সঙ্গে সুন্দর জীবন শুরু করতে পারে তা করতেই দুবাই শাসক এ নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে বন্দিদের মুক্তি দিতে আইনী প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া দুবাইতে রমজান মাস উপলক্ষে দেশটির পণ্যবাজারে বিশাল মূল্যছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।

সেইসঙ্গে পবিত্র রমজান মাসে কেউ যাতে ভিক্ষাবৃত্তির নামে ব্যবসা করতে না পারে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর