রানওয়ে থেকে ছিটকে নদীতে বিমান!

রানওয়ে থেকে বোয়িং ৭৩৭ বিমান ছিটকে নদীতে পড়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জ্যাকসনভিলিরে এই ঘটনা ঘটে। ওই বিমানে ১৩৬ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

শুক্রবার (৩ মে) ন্যাভাল স্টেশন গুয়ান্টানামো বে থেকে বিমানটি আসছিল। স্থানীয় সময় রাত ৯.৪০ মিনিটে বিমানটি রানওয়ের সময় পাশের নদীতে গিয়ে পড়ে।

জ্যাকসনভিলির মেয়র গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানে থাকা সকলযাত্রী সুরক্ষিত রয়েছেন। তবে বিমানের তেল যাতে নদীতে না পড়ে তার জন্য চেষ্টা করে যাচ্ছেন বিমানকর্মীরা।

জ্যাকসনভিলির শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, বিমানটি নদীর জলে পুরোপুরি ডুবে যায়নি। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। বিমানটি মিয়ামি এয়ার ইন্টারন্যাশনালের বলে জানা গিয়েছে। বোয়িং-এর এক মুখপত্র জানিয়েছেন, কোম্পানি বিষয়টি সম্পরেক অবগত। তারা এনিয়ে তথ্য যোগার করছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর