‘গম্ভীর আমার মাকে নিয়ে খারাব কথা বলেছে’: আফ্রিদি

ভারতীয় সাবেক ওপেনার গৌতম গম্ভীর সম্পর্কে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেন, গম্ভীর খুবই দাম্ভিক প্রকৃতির মানুষ। তার মানসিকতায় সমস্যা আছে। সে আমার মা-খালাদের নিয়ে গালমন্দ করেছে।

সম্প্রতি শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়। সেই বইয়ে একের পর এক বোমা ফাটানোর মতো তথ্য দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

গৌতম গম্ভীর প্রসঙ্গে শহীদ আফ্রিদি বলেন, আমার এখনও মনে আছে, ২০০৭ সালে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচে সিঙ্গেল রান নেয়ার সময় গম্ভীর আমার দিকে তেড়ে এসেছিল। সে আমার মা এবং নিকট আত্মীয়স্বজনদের নিয়ে বাজেভাবে গালমন্দ করেছে।

আফ্রিদি আরও বলেন, আমি কখনও গম্ভীরের মতো এমন দাম্ভিক ও অহংকারী লোকদের পছন্দ করি না। যারা সৎ এবং সর্বদা হাসি-খুশি থাকার চেষ্টা করে, তাদের আমি খুব পছন্দ করি। তারা আগ্রাসী ও প্রতিযোগিতাপূর্ণ হলেও সমস্যা নেই। আপনাকে ইতিবাচক হতে হবে। গম্ভীর ইতিবাচক নয়। সবটাই নেগেটিভ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর