সৎ ও নির্ভীক সাংবাদিকদের দমিয়ে রাখা যায় না – শিরীন আখতার এমপি

‘গণতন্ত্রের জন্য গণমাধ্যম’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার (৩ মে) ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।

ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বী মনির, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক হকার্স সম্পাদক নুরুল করিম মজুমদার, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও বিটিভি ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমিন রিজভী ।

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনীর সভাপতি ও দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মহিব্বুল্লাহ ফরহাদ। মূল প্রবন্ধ পাঠ করেন ওয়াইজেএফবি ফেনীর সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ওয়াইজেএফবি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হক শামীম।

অনুষ্ঠানে ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল রাসেল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন,সাংবাদিক সৌরভ পাটোয়ারী, ওয়াইজেএফবি ফেনীর যুগ্ম সম্পাদক এ বি এম নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ এম এমরান পাটোয়ারী, রাশেদুল হাসান, নুর উল্লাহ কায়সার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউছুপ মিন্টু, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নান, ফুলগাজী প্রেস ক্লাবের সভাপতি সাহাব উদ্দিন, এম এ জাফর, শাবিহ মাহমুদ, সুরঞ্জিত নাগ, আমজাদুর রহমান রুবেল, ওয়াইজেএফবি ফেনী শাখার দপ্তর সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, মোল্লা ইলিয়াস,সোলায়মান হাজারী ডালিম, মোতাহের হোসেন ইমরান, জাহাঙ্গীর কবির লিটন, এম মোর্শেদ, মীর হোসেন রাসেল, দুলাল তালুকদার,ইয়াছির আরাফাত রুবেল, সাধন নাথসহ ফেনীতে কর্মরত সাংবাদিকরা।

ফেনীর ট্রাংক রোডস্থ অতিথি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা পূর্বে র‌্যালিটি ফেনী মডেল থানার সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোড চত্বর প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে এবং যেকোনো অন্যায়কে রুখে দিতে গণমাধ্যম কর্মীরা সাহসিকতার সাথে কাজ করছে। তাই কোনো আইন সৎ ও নির্ভীক সাংবাদিকদের দমিয়ে রাখতে পারবে না।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর