উত্তাল পদ্মা মেঘনা: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার (৩ মে) বেলা শেষে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুরের পদ্মা মেঘনা। এসময় স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট উচ্চতায় জোয়ারের পানি নদীতে আছড়ে পড়ে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, সকাল থেকে কখনো দমকা বাতাস, বৃষ্টি এবং প্রচণ্ড গরম দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দেয়।

এর আগে প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণী থেকে ক্ষয়ক্ষতি কমাতে চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। এমন পরিস্থিতিতে জেলার মেঘনাপাড়ের জনপদ হাইমচরের দুর্গম মাঝেচরের ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চাঁদপুরের অন্য উপজেলাগুলোর মতো সেখানেও বেশকিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়।

হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী জানান, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে, চাঁদপুর জেলা প্রশাসন ফণী পরিস্থিতি মোকাবেলায় মেডিকেল টিম গঠন, বিভিন্ন সংস্থা ও সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবী গঠন করেছে। এছাড়া শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহে রাখা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর