নাসার ছবিতে ফণীর ভয়ংকর রূপের রুটম্যাপ

দেশের পূর্ব উপকূলে পূর্ণশক্তিতে আছড়ে পড়ার ঠিক আগে কেমন দেখতে ছিল ঘূর্ণিঝড় ফণীকে? নাসার উপগ্রহ ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাটমোস্ফিয়ার ইনফ্রারেড সাউন্ডার-এর ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি।

স্থলভাগে প্রথম আছড়ে পড়ার সময় ৪ ক্যাটেগরির হ্যারিকেনের সমান শক্তি ছিল ফণীর। নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়া পার্পল রঙের মেঘ হচ্ছে অতি ঠান্ডা মেঘ। এর থেকেই বজ্র-বিদ্যুত্‍ হয়ে থাকে।

সাইক্লোনের একেবারে মধ্যভাগ নীল রঙে দেখানো হয়েছে। হালকা বৃষ্টির মেঘ প্রদর্শিত হয়েছে সবুজ রঙে। কমল রঙ হচ্ছে মেঘ-শূন্য বাতাস।

সূত্র: এই সময়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর