আতঙ্ক বিরাজ করছে কলাপাড়ায় বেড়িবাঁধের পারে পরিবার গুলো মধ্যে

পটুয়াখালীর কলাপাড়ায় ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে লালুয়ার চারিপাড়া গ্রামে অস্বাভাবিক জোয়ারের কারণে অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামের শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে। বাকিরাও আসছেন আশ্রয় কেন্দ্রে। সিডর বিধ্বস্ত এ জনপদের প্রায় তিন হাজার পরিবারে এখন ভয়াল আতঙ্ক বিরাজ করছে।

নতুন নির্মাণ করা মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে পাউবোর নির্মিত বিকল্প বেড়িবাঁধেও ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ চরম অনিয়মের মধ্য দিয়ে বিকল্প বাঁধ করায় এ দশা হয়েছে। ঝুকিপুর্ণ কুয়াকাটার মিরাবাড়ি বেড়িবাঁধের স্লোপে বালু ভর্তি বস্তা দিয়ে জলোচ্ছ্বাস ঠেকানো চেষ্টা করছে স্থানীয়রা। শুক্রবার সকাল ১০টার পর থেকে পুর্বের বাতাসের চাপ ক্রমশ বাড়ছে। উপজেলা প্রশাসন জনগণকে,বিশেষ করে বেড়িবাঁধের বাইরের প্রায় বিশ হাজার মানুষকে সংলগ্ন আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য কাজ শুরু করেছে। দমকা বাতাসে মানুষ উৎকন্ঠায় পড়েছে। পাউবোর তথ্যমতে কলাপাড়া ডিভিশনের ঝুঁকিপুর্ণ প্রায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ এলাকার মানুষ ও তার সম্পদ জলোচ্ছ্বাসের চরম ঝুকিতে রয়েছে।

লালুয়ার চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, চারিপাড়া সংলগ্ন আশপাশের নয় গ্রামের মানুষ এখনই অস্বাভাবিক জোয়ারের চাপে পড়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জানান, বিকেল পর্যন্ত ৩৫০০ জন মানুষ কয়েকটি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এমনকি লালুয়ার রাবনাবাদ পাড়ের মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সেখানকার সাবেক মেম্বার মজিবর রহমান জানান, পানিতে বিল ডুবে গেছে।

রাস্তাঘাট আগেই বিধ্বস্ত সমস্যার শেষ নেই। কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে। গোটা কলাপাড়ার উপকূলে এখন মানুষ চরম আতঙ্কে রয়েছেন। অপরদিকে দুপুরে গাছের ডাল পড়ে ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামে তিনজন গুরুতর জখম হয়েছে। এরা হলেন জাহাঙ্গীর সিকদার (৬৫),হাবিব মুসল্লী (৩৫) ও সূর্য বেগম (৪০)। দুপুরে এক দফা প্রবল ঝড়ো হাওয়া বয়ে যায় কলাপাড়ার গোটা উপকূল দিয়ে। এসময় বৃষ্টিপাত হয়। এসময় আহত তিনজন একটি হোন্ডায় যাচ্ছিলেন। এদের মধ্যে জাহাঙ্গীর সিকদার ও হবিব মুসুল্লীকে গুরুতর জখম অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর