কিশোরগঞ্জে বজ্রপাত,নিহত ৪

বজ্রপাতে কিশোরগঞ্জ জেলার তিন উপজেলায় এক শিশুসহ তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কুর্শ্বাকান্দি এলাকায় আসাদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

সে কুর্শ্বাকান্দি গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে। অপরদিকে, আজ বিকাল ২ টার দিকে জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কাঠৈর নতুনহাটা হাওরে রুবেল দাস (২৮)’র মৃত্যু হয়। সে নতুনহাটা গ্রামের রাখেশ দাসের ছেলে। বিকাল ৩ টার দিকে মিঠামইন উপজেলার বৈরাটির হাওরে মহিউদ্দিন (৩৮) নামে এবং কেওয়ারজোর এলাকায় সুমন মিয়া (৯) নামে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মহিউদ্দিন বৈরাটি এলাকার গোলাপ মিয়ার ছেলে এবং সুমন কেওয়ারজোর এলাকার এবাদ মিয়ার ছেলে বলে জানা গেছে। পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ, ইটনা থানার ওসি মুর্শেদ জামান ও মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ঠ সুত্রমতে, দুপুর এবং বিকেলে প্রচন্ড ঝড়ো হাওয়ার সময় ফসলের মাঠে এবং মুক্ত স্থানে অবস্থানকালে তারা বজ্রপাতে নিহত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর