কুকুরের পেটে ১৫,০০০ টাকা, বমি করিয়ে উদ্ধারে খরচ ১২,০০০!

নয় বছরের ছোট্ট ল্যাব্র্যাডুডল উজি। খেলতে খেলতে খেয়ে ফেলে কড়কড়ে ১৬০ পাউন্ড, অর্থাত্‍ কিনা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,০০০ টাকা। আর সেই কুকুরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বমি করিয়ে টাকা উদ্ধার করতে খরচ হল আরও ১৩০ পাউন্ড, অর্থাত্‍ ১২,০০০ টাকা।

নিউ ওয়েলস-এর বাসিন্দা নিল ও জুডিথের ঘরের দরজার বাইরে লেটার বক্সে মানি অর্ডারে এসেছিল ১৬০ পাউন্ড। তাঁদের পোষা কুকুর উজি লেটারবক্স থেকে খামসুদ্ধ পুরো টাকাটাই খেয়ে ফেলে। ২০ পাউন্ডের আটটা নোট পোষা কুকুরের পেট থেকে উদ্ধার করতে তখনই হাসপাতালে ছুটতে হয় নিল ও জুডিথকে। তাঁদের পকেটে আরও একটু টান ফেলে উজিকে বমি করাতে ডাক্তার চার্জ করেন ১৩০ পাউন্ড। অর্থাত্‍ তাঁদের হাতে রইল মোটে ৩০ পাউন্ড, যা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় হাজার তিনেক টাকা।

ছেঁড়াখোড়া চিবনো ওই নোট ব্যাংক-এ নিয়ে গিয়ে পাল্টানো অবশ্য যাবে। তবে সেখান থেকে কত পাউন্ড তাঁরা পাবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর