সিংগাইরে নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় যুবকের কারাদন্ড

মানিকগঞ্জের সিংগাইরের তালেবপুর ইউনিয়নের কাংশা এলাকার ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে জাহির মিয়া (৩৫) নামে এক যুবককে তিন মাসের কারাদন্ড ও এক লাখ টাকার আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত । জাহির মিয়া ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সিকান্দার আলীর ছেলে বলে জানা যায় ।

বৃহস্পতিবার দুপুরে সিংগাইর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত যুবককে এ কারাদণ্ডাদেশ দেন ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান জানান, জাহির মিয়া ও তার লোকজন দীর্ঘদিন যাবত কাংশা এলাকার ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল । এই অভিযোগে তাকে আটক করে পরিবেশ সংরক্ষণ সংশোধন আইন ও ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এ আদেশ দেয়া হয় ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর